বিসমিল্লাহির রাহমানির রাহিম। শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মাধ্যমে পৃথিবীকে বদলে ফেলা যায়। রূপকল্প - ২০৪১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ আধুনিক ও মানবিক মূল্যবোধপূর্ণ মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আর এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে নির্মিত বাংলাদেশের একমাত্র পরিকল্পিত নগরী “জলসিঁড়ি সেনা আবাসন প্রকল্প, পূর্বাচল”- ও সংলগ্ন এলাকার শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষাপ্রদানের উদ্দেশ্যে “ জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা” নীতিবাক্যকে ধারণ করে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ।
প্রতিষ্ঠানটির ০৭ (সাত) তলা বিশিষ্ট শিক্ষা ভবন রয়েছে। প্রজেক্টর, সিসিটিভি, কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি ও অন্যান্য আধুনিক যন্ত্রপাতি দ্বারা শিক্ষার ডিজিটালাইজেশনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও সুপরিসর ও মনোরম খেলার মাঠ, দৃষ্টিনন্দিত ওয়াকওয়ে, কার পার্কিং জোন, ক্যান্টিন ও শিশুদের জন্য কিডস জোন নিয়ে ক্যাম্পাস এরিয়া সাজানো হয়েছে।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের সহায়ক হিসেবে প্রায় সবধরনের ইনডোর ও আউটডোর খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এছাড়াও বই পড়া ক্লাব, রান্না ক্লাব, আবৃত্তি ক্লাব, গান ও নৃত্য ক্লাব, বিতর্ক ক্লাব, গণিত ক্লাব, বিজ্ঞান ক্লাব, নাটক ক্লাব, স্পেল বি ক্লাব, ভাষা শিক্ষা ক্লাব, খেলাধুলা ক্লাব, গালর্স গাইড ক্লাব, স্কাউট ক্লাব এবং চারু ও কারু ক্লাব পরিচালনা করা হচ্ছে।
২০২২ শিক্ষা বর্ষে নার্সারি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্লে থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে ১০ টি সেকশনে ২৮ জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও ২২ জন অফিসস্টাফ প্রতিষ্ঠানকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। শিক্ষাবর্ষের ১ম বছরেই শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব স্কুলবাস রয়েছে। নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট, নোটিশ ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই -এর পাশাপাশি বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট এর মাধ্যমে শিক্ষাকে সহজ ও সাবলিল ভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করার প্রয়াস নেয়া হয়েছে।
মানবিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ আগামীর যোগ্য নাগরিক গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
মেজর মোহাম্মদ আনিসুজ্জামান
পিএইচডি, এইসি